ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ক্রিপ্টোকারেন্সি থেকে কিশোর ভাই-বোনের আয় ৩০ লাখ টাকা! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ২৮ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ক্রিপটোকারেন্সি বা বিটকয়েন আসলে ডিজিটাল মুদ্রা, যার 'ভার্চুয়াল প্রেজেন্স' কেবলমাত্র ইন্টারনেটেই। বিষয়টি অনেকের কাছেই অজানা। কিন্তু এই অজানা বিষয়টিই অনেকের আয়ের মাধ্যম। তবে কিশোর বয়সে এই মাধ্যমে আয় করা অবাক করার মতই ঘটনা। সেটিই বাস্তবে ঘটিয়েছে ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান নাগরিক দুই ভাই-বোন ঈশান ঠাকুর ও অনন্যা। 

ক্রিপটোকারেন্সি নিয়ে ব্যবসা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন অনেকেই। সেখানে তাক লাগিয়ে দিয়েছে ১‌৪ বছরের ঈশান এবং নয় বছরের অনন্যা। 
এত অল্প বয়সে এই ব্যবসা থেকে তাদের এখন যে মাসিক আয়, তা শুনলে চোখ কপালে উঠে যাবে অনেকের।

মাসে এই ব্যবসা থেকে তাদের আয় ৩৫ হাজার ডলার। বাংলাদেশি টাকার প্রায় ৩০ লাখ টাকা। 

মাত্র সাত মাস আগে বিট কয়েনের নাম শুনে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয় ঈশানের। এরপর শুরু হয় ইউটিউব আর পত্রপত্রিকা ঘাঁটাঘাটি। 
এক পর্যায়ে এই ব্যবসায় বিনিয়োগের চিন্তা মাথায় আসে তার। বিষয়টি জানার পর ভালো লাগা তৈরি হলে অনন্যাও ভাইকে উৎসাহিত করে।

এক পর্যায়ে গেম খেলার জন্য কেনা কম্পিউটারকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের উপযোগী করে তোলে তারা। 
শুরুতে আয় হয় দিনে তিন ডলার। তবে এখন তা মাসে ৩৫ হাজার ডলারে গিয়ে ঠেকেছে।

বিপুল অর্থ নিজেদের উচ্চশিক্ষায় খরচ করতে চায় তারা।  ঈশানের ইচ্ছা পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে মেডিসিন নিয়ে পড়ে, চিকিৎসা পেশায় থিতু হওয়া। 
অনন্যারও মেডিসিনে পড়ার আগ্রহ, তবে তার পছন্দ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়। 

সূত্র: সিএনবিসি

এসবি/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি